ভিডিও

সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট: মার্চ ০৮, ২০২৪, ০৬:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে স্কুল ছুটির পর রাস্তা পারাপরের সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুলসুম নামের ১ম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১ টাকার দিকে সাপাহার উপজেলার চকগোপাল উচ্চ বিদ্যলয়ের সামনে মহাদেবপুর-পোরশা মেইন সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার শিকার কুলসুম সাপাহার উপজেলার চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে।

এবিষয়ে সাপাহার থানার ওসি (তদন্ত) মো. রায়হান হোসেন জানান, ঘটনার সাথে সাথে মৃত কুলসুমের বাবা কামাল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করে থানা হাজতে নিয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS